সিরাজগঞ্জ: জেলার তাড়াশের উত্তর মথুরাপুর গ্রামে বাদলা রোগে আক্রান্ত হয়ে গত ১০ দিনে প্রায় ২২টি গরুর মৃত্যু হয়েছে। এর বেশিরভাগই বাছুর। হঠাৎ করে বিপুল সংখ্যক গরুর মৃত্যুর ঘটনায় ওই গ্রামসহ আশেপাশের গ্রামের কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ওই গ্রামের কৃষক আব্দুল লতিফ জানান, দুইদিন আগে তার একটি এঁড়ে বাছুর হঠাৎ খাওয়া-দাওয়া ছেড়ে দেয় এবং তার পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে উঠে নিস্তেজ হয়ে পড়ে। এক পর্যায়ে গরুটির মৃত্যু হয়। ওই একই রোগে তারও একটি গরু মারা গেছে ওই গ্রামেরই এক কৃষকের।
তিনি বলেন, এই রোগে গ্রামের ২০ থেকে ২২টি গরু মারা গেছে। তাড়াশ প্রাণি সম্পদ হাসপাতাল থেকে গরুকে প্রতিষেধক (টিকা) দেওয়ার পরপরই গরুর মৃত্যুর ঘটনা বেশি ঘটছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হানিফ বলেন, গরুকে প্রতিষেধক দেয়ার পর সেটি কাজ করতে ৭-৮ দিন সময় লাগে।
কৃষক আরশেদ আলী বলেন, গত ৫ দিনে আমার দুটি বাছুর মারা গেছে। বাদলা রোগের কারণে গ্রামের কৃষকেরা তাদের গরু নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
তবে তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ উত্তর মথুরাপুর (ধাপ-ওয়াশীন) গ্রামে বাদলা রোগে ৮-১০টি গরুর বাছুরের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, বর্তমানে এলাকায় সকল কৃষকের গরুকে বাদলা রোগের প্রতিষেধক দেয়া হচ্ছে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন