সিলেটের বানবাসিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

416

সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন (বাফিটা)।

গত শুক্রবার (১ জুলাই) বাফিটার উদ্যোগে সিলেটের রাধানগর, জাফলং, গোয়াইনঘাট, এলাকার বানবাসিদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রসঙ্গত, দেশের কৃষিখাত সংশ্লিষ্ট প্রাণীজ (পোল্ট্রি, মৎস্য ও ডেইরী) খাদ্য উৎপাদণ শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসাবে প্রাণীজ খাদ্য তৈরির উপকরণসমূহ আমদানি ও সরবরাহকারীদের একমাত্র প্লাটফর্ম বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোটার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন।

ফার্মসএন্ডফার্মার/৩১জুলাই ২০২২