সুস্থ ও দুর্বল পোনা বাছাই পদ্ধতি

660

কার্প জাতীয় মাছের সুস্থ ও দুর্বল পোনা বাছাই পদ্ধতি আমাদের অনেকেরই জানা নেই। মাছ চাষে লাভবান হওয়ার ক্ষেত্রে মাছের পোনা বাছাই করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাছের পোনা বাছাই করার উপর লাভবান হওয়া অনেকটা নির্ভর করে থাকে। তবে অনেকেই কার্প মাছের পোনা চাষ করে থাকেন। আসুন জেনে নেই কার্প জাতীয় মাছের সুস্থ ও দুর্বল পোনা বাছাই পদ্ধতি সম্পর্কে-

কার্প জাতীয় মাছের সুস্থ ও দুর্বল পোনা আলাদা করার পদ্ধতিঃ
খুব কম সময়ে লাভবান হওয়ার জন্য অনেকেই কার্প জাতীয় মাছের পোনা চাষ করে থাকেন। তবে পোনা বাছাই নিয়ে ঝামেলায় পড়ে থাকেন অনেকেই। নিচে কার্প জাতীয় মাছের সুস্থ ও দুর্বল পোনা বাছাই পদ্ধতি দেওয়া হল-

কার্প জাতীয় মাছের পোনা বাছাই পদ্ধতিঃ

১। কার্প জাতীয় মাছের পোনা বাছাই করার জন্য প্রথমেই একটি মোটামুটি বড় আকারের পাত্র নিতে হবে।

২। এরপর ঐ পাত্রে এক লিটার পানি নিতে হবে।

৩। পাত্রে পানি নেওয়ার পর এক লিটার সেভেন আপ মিশিয়ে নিতে হবে।

৪। এরপর সেই পাত্রে এক কেজি পরিমাণ রুই মাছের রেনু বা পোনা ছেড়ে দিতে হবে।

৫। ৩০ সেকেন্ড অপেক্ষা করার পর দেখা যাবে সুস্থ পোনাগুলো অনেকটা নিস্তেজ হয়ে আসবে। আর দুর্বল বা বিকল হওয়া পোনাগুলো উপরে ভেসে উঠবে।

৬। এবার পানির পাত্রটিকে আস্তে আস্তে করে কাত করে পানি ফেলে দিতে হবে। এখন দেখা যাবে দুর্বল পোনাগুলো পানির সাথে ভেসে যাচ্ছে, আর সবল পোনাগুলো পাত্রে থেকে যাচ্ছে।

৭। এবার পাত্রে থেকে যাওয়া সবল পোনাগুলোকে খুব দ্রুত অন্য একটি পাত্রে নিয়ে পানি সরবরাহ করতে হবে।

সতর্কতাঃ

১। কার্প মাছের পোনা বাছাইয়ের এই প্রক্রিয়াটি এক মিনিটের মধ্যেই সম্পন্ন করতে হবে।

২। পাত্রে থাকা সুস্থ পোনাগুলোকে খুব দ্রুত অন্য পাত্রে নিয়ে পানি দিতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ০৭ জুলাই ২০২১