সেঞ্চুরী এগ্রো লিমিটেডের অ্যানুয়াল সেলস কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত

796

02

দেশের খাতনামা এ্যানিমেল হেলথ, হিউম্যান হেলথ, সীডস এন্ড ক্রপ কেয়ার এবং এ্যাকুয়া-আমদানি এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান সেঞ্চুরী এগ্রো লিমিটেডের অ্যানুয়াল সেলস কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হোটেল ঢাকা রিজেন্সীতে এ কনফারেন্স ‍অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. তরিকুল ইসলাম ।

সেঞ্চুরী এগ্রো লিমিটেডের মাকেটিং ডিরেক্টর মো. আনোয়ার হোসেন স্বাগত বক্তব্যে বলেন, “অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত সেঞ্চুরী এগ্রো লি. এর সকল কর্মকর্তাকে গত বছর (২০১৭ সাল) সকল টার্গেট পূরণের জন্য ধন্যবাদ। এবং ২০১৮ সালে যে টার্গেট দেয়া হয়েছে সেটি ও শতভাগ সফলতার সঙ্গে অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।”

বিক্রয় বিশ্লেষণ- ২০১৭ এবং বাজেট-২০১৮ উপস্থাপন করেন হিউম্যান হেলথ ডিভিশনের মো. মিরাজুল ইসলাম, প্রোডাক্ট এক্সিকিউটিভ; সীডস এন্ড ক্রপ কেয়ার ডিভিশনের মো. মাহমুদুর রহমান-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার; এ্যাকুয়া ডিভিশনের-মো. হাসান উদ্দিন, এএসএম; এ্যানিমেল হেলথ ডিভিশনের ডা. মো. আকরামুজ্জামান – এনএসএম।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ্যানিমেল হেলথ ডিভিশনের পক্ষ থেকে মো. কামরুজ্জামান খান, আরএসএম, মো. মোখলেসুর রহমান-আরএসএম, ডা. মো. আতাউল সিকদার-আরএসএম, ডা. মৃদুল কান্তি শরমা-আরএসএম, মো. আনিসুল হক সরকার-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কৃষিবিদ শাহ আলম-সেলস ম্যানেজার, ডা. মো. আকরামুজ্জামান- ন্যাশনাল সেলস ম্যানেজার।

DSCN65811111111

এ্যাকুয়া ডিভিশনের পক্ষ থেকে মো. সিরাজুল ইসলাম-এএসএম, রাজশাহী, মো. রবিউল করীম-এএসএম, বগুড়া; মো. হাসান উদ্দিন-এএসএম, ঢাকা ।

হিউম্যান হেলথ ডিভিশনের পক্ষ থেকে মো. আব্দুল হাকিম-আরএসএম, রাজশাহী, মো. মিরাজুল ইসলাম, এক্সিকিউটিভ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ঢাকা; এ.বি. সিদ্দিক-প্রোডাক্ট প্রোমোশন ম্যানেজার, মো. জামালুর রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার।

সীডস এন্ড ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে খন্দকার আব্দুল হাকিম-টিএসও, নাটোর; কৃষিবিদ মো. ফয়সাল আহমেদ-সিনিয়র এক্সিকিউটিভ, মো. মফিজুর রহমান-এএসএম, যশোর, মো. মাহমুদুর রহমান-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

এছাড়া মো. মঞ্জুরুল হক- ম্যানেজার (লজিষ্টিক অ্যান্ড অ্যাডমিন) সহঅ্যাকাউন্ট, অডিট, কমার্শিয়াল এবং সকল ডিপোর দায়িত্বরত কর্মকর্তারা বক্তব্য রাখেন।

দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেঞ্চুরী এগ্রো লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা ও পরিচালক . রাশেদ তানভীর।

শেষ পর্বে বাৎসরিক ইনসেনটিভ, ইনক্রিমেন্ট এবং পুরস্কার বিতরণ করা হয়।

সমাপণী বক্তব্যে সেঞ্চুরী এগ্রো লি. এর ব্যবস্থাপনা পরিচালক এসএম সিরাজুল ইসলাম কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, মালিকপক্ষ ও অতিথীদের ধন্যবাদ জানান। তিনি ২০১৮ সালে বাজেটের চেয়ে অনেক বেশি সেলস প্রত্যাশা ব্যক্ত করেন

তিনি বলেন, “আপনাদের সহযোগিতার এবং আন্তরিকতার সেঞ্চুরী এগ্রো লি. দেশের অন্যতম কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে একটি। ভবিষ্যতে আপনাদের এ সহযোগিতা অব্যাহত থাকলে সেঞ্চুরী এগ্রো লি. আরো এগিয়ে যাবে।”

সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তিনি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে দেশের স্বনামধন্য পোল্ট্রি বিষয়ক ম্যাগাজিন পোলট্রি খামার বিচিত্রা’র সম্পাদক কামাল আহম্মদ এবং অনলাইন মিডিয়া ফার্মসঅ্যান্ডফার্মার২৪.কমের প্রধান সম্পাদক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন