‘সেন্টুশাইল’ ধান চাষে সফল চাষীরা!

481

‘সেন্টুশাইল’

কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ১৯ প্রকারের দেশি নতুন জাতের আমন ধান উদ্ভাবন করে সাড়া ফেলেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষক সেন্টু কুমার হাজং। তার উদ্ভাবিত সাতটি ধানের নাম দেয়া হলেও বাকি ধানের নাম এখনও দেয়া হয়নি।

এছাড়া গবেষণার সুবিধার্থে এবং আরও উন্নত জাত উদ্ভাবনের জন্য দেশি বিলুপ্ত জাতের ৩৫ প্রকার ধান বীজ এই কৃষক বিভিন্নভাবে সংরক্ষণ করে চলেছেন। শেরপুর জেলা ও বাইরের জেলার অনেক কৃষক তার উদ্ভাবিত ধান বীজ নিয়ে চাষাবাদ করে ভালো ফলন পেয়ে লাভবান হয়েছেন। বোরো জাতের ৪টি ধান নিয়ে গবেষণার কাজও তার প্রক্রিয়াধীন রয়েছে।