আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের সেলস চ্যানেল পার্টনার মিট-২০১৮

1113

Untitled-1
আগামীকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেন্শন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল ৪ (নবরাত্রী)তে অনুষ্ঠিত হবে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের সেলস চ্যানেল পার্টনার মিট।

ইসলাম গ্রুপের চেয়ারম্যান মনজুরুল ইসলাম, গ্রুপ ডেপুটি চেয়ারম্যান এলদেম বি কবির, ম্যানেজিং ডিরেক্টর আবু লুৎফে ফজলে রহিম খাঁনসহ অন্যান্য পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সম্মানিত ডিলার/পার্টনাররা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি সকাল ৮টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন