“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট তথ্যপ্রযুক্তি ও স্মার্ট পাওয়ার সিস্টেম তৈরির আহবান”

কক্সবাজারে আইইইই-এর উদ্যোগে তথ্যপ্রযুক্তি বিষয়ক তিনদিনব্যাপী ২৬তম আইসিসিআইটি এবং ১০ম আইসিপিএস শুরু

102
বিশ্বের বৃহত্তম টেকনিক্যাল পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE), বাংলাদেশ সেকশন-এর উদ্যোগে তিনদিনব্যাপী “২৬তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আইসিসিআইটি-২০২৩” (The 26th International Conference on Computer and Information Technology; ICCIT-2023) এবং “১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার সিস্টেমস” (The 10th International Conference on Power Systems; ICPS-2023) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স পর্যটন নগরী কক্সবাজারের হোটেল লং বিচে শুরু হয়েছে। আজ ১৪ই ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২৩ খ্রি. বাংলাদেশ সময় সকাল ১০:০০টায় উক্ত কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও আইইইই লাইফ ফেলো প্রফেসর ড. সাইফুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ও আইইইই প্রেসিডেন্ট (ইলেক্ট-২০২৪) প্রফেসর ড. ক্যাথলিন এ. ক্র‍্যামার এবং গেস্ট অব অনার ছিলেন ভারতের অটল বিহারী বাজপেয়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক প্রফেসর ড. এস.এন. সিং।
এবারের আইসিসিআইটি-২০২৩ এর জেনারেল চেয়ারের দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটির কলেজ অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মোহাম্মদ এস. আলম এবং আইইইই ডব্লিউআইই চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ। এছাড়া তিনি আইসিপিএস-২০২৩ এর জেনারেল চেয়ারের হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার, কনফারেন্স অরগ্যানাইজিং চেয়ার ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।
এবারের আইসিসিআইটি’র জন্য জমাকৃত ৮৫৭টি প্রবন্ধ থেকে উপস্থাপনের জন্য ৫৫২টি এবং আইসিপিএস’র জন্য জমাকৃত ২১০টি প্রবন্ধ থেকে কনফারেন্সে উপস্থাপনের জন্য ১৪৬টি নির্বাচিত হয়। উক্ত কনফারেন্স দুটিতে ১৩টি কী-নোট স্পিচ, ২টি ইন্ডাস্ট্রি টক এবং ১টি প্যানেল ডিসকাশন থাকছে। এছাড়া কনফারেন্সের প্রথমদিন “ব্রিজিং দ্যা গ্যাপ বিটুইন রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি স্টার্টআপ” শীর্ষক টিউটোরিয়াল সেশন অনুষ্ঠিত হয়। এর আগে একই ভেন্যুতে নবীন শিক্ষার্থী-গবেষক-উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য ৬টি কো-লোকেটেড কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে তথ্যপ্রযুক্তি ও পাওয়ার সিস্টেমস বিষয়ক গবেষণার তথ্য-উপাত্ত বিনিময়ের পাশাপাশি প্রযুক্তি সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি বিষয়ে আলোকপাত করা হচ্ছে। এতে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও প্রকৌশল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৪০০ জনের মিলনমেলা বসে এবং অবশিষ্ট গবেষকগণ ভার্চুয়ালি দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন। উল্লেখ্য যে, আগামী ১৫ই ডিসেম্বর (শুক্রবার) ২০২৩ খ্রি. সন্ধ্যা ৭:০০টায় উক্ত কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত হবে।