হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

383

005ir

হবিগঞ্জ: ‘প্রযুক্তি দিয়ে করব কৃষি সুখে থাকবো দিবানিশি’ এ স্লোগান নিয়ে হবিগঞ্জে বুধবার ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৮ শুরু হয়েছে।

দুপুরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর চৌধুরী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মেলায় সর্বমোট ১২টি স্টল অংশ নিয়েছে। এর মাঝে ভাসমান সবজি চাষ, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ, খামার যান্ত্রিকীকরণ এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকের বাড়িকে কিভাবে খামারে পরিণত করা যায় সেই ধরণের প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই কৃষিক্ষেত্রে আধুনিকায়নের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। বাসস

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন