শাহরিয়ার আমিন, বাকৃবি প্রতিনিধি : শনিবার দিবাগত রাত ১২টার দিকে আবাসিক হলের দোতলা থেকে পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বায়েজিদ মাহমুদ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের চতুর্থবর্ষের শিক্ষার্থী। তিনি বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র ছিলেন। তারা বাবার নাম মো. সাইফুল ইসলাম। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের ডি ব্লকের রেলিং এ বসে ফোনে কথা বলতে থাকেন বায়েজিদ। এসময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এসময় মাথায় মারাত্মক চোট লাগলে প্রচুর রক্তক্ষরণ হয় তার।
পরে হলের অন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) নিয়ে যান। রাত ১টার দিকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা।
এ ঘটনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার কথা তার পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে মরদেহ হস্তান্তর করা হবে। তার মরদেহ মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন