হাঁসের জন্য শামুক চাষ পদ্ধতি

52

 

প্রথমে ১৫/২০ শতকের একটি পুকুর নির্বাচন করতে হবে। তারপর পুকুরে ৩/৪ ফিট পানি দিতে হবে।তারপর প্রশি শতকে এক কেজি গোবর এক কেজি খৈল, ৫০ গ্রাম ইউরিয়া ৫০ গ্রাম টি এস পি একটি ড্রামে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে।

তারপর প্রথমদিন চার ভাগের এক ভাগ দিবেন এইভাবে দুইদিন পরপর বাকি তিন ভাগ তিন দিনে দিবেন।কয়েকদিন পর পানি গাড় সবুজ হবে, এরপর আপনি

প্রতি শতাংশে ৩০০/৪০০ গ্রমা শামুক সংগ্রহ করে দিবেন।এক মাস হতে দের মাস পরে আপনি পুকুর হতে শামুক সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।

পুকুরে কিছু বাঁশ কেটে দিয়ে রাখলে শামুক এতে বসে থাকবে। আপনি এখান নিয়ে খাওয়াবেন। হাস পালনের জন্য শামুক চাষ খুবই প্রয়োজন।