হাঁসের ডিম কমে যাওয়া ও খোসা পাতলা রোগের চিকিৎসা পদ্ধতি

293

হাঁস মুক্তভাবে পালন করা যায় বলে লাভবান হওয়া যায় সহজে। এতে হাঁস বাইরে খাবার খাওয়ায় খরচ অনেকাংশে কম লাগে। আবার সমস্যাও দেখা যায়। হাঁস বাইরে খাবার খায় বলে অনেক ছত্রাক আক্রান্ত খাবার এবং দূষিত পানি খেয়ে ফেলে ফলে সহজেই এরা আক্রান্ত হয়ে পড়ে।

মাইকোটক্সিকোসিস রোগে আক্রান্ত হলে হাঁস খাবার কম খায়, ডিম কমে যায়, খোসা পাতলা হয় ও ডিমে রক্ত দেখা যায়। আবার হঠাৎ মারা যায়।

চিকিৎসাঃ

পুরান খাবার বাদ দিয়ে নতুন ভাল খাবার দিতে হবে এবং টক্সিনিল প্লাস পানিতে দিতে হবে ৫-৭ দিন।

হাঁসের ডিম কমে যাওয়া ও খোসা পাতলা রোগের চিকিৎসা পদ্ধতি শিরোনামে সংবাদের তথ্য এস কে এগ্রো ফার্ম থেকে নেওয়া হয়েছে।

ফার্মসএন্ডফার্মার/ ৩১মে ২০২১