হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা

188

লালমনিরহাটের হাতীবান্ধায় পতিত জমিতে বিষ প্রয়োগ করে কয়েকজন দরিদ্র কৃষকের শতাধিক হাঁস মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাঁস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কয়েকজন ভুক্তভোগী পরিবার। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানান তারা। তবে কে বা কারা বিষ প্রয়োগে হাঁস হত্যা করছে তা এখনও অজানা।

এদিকে বিষ প্রয়োগে হাঁসের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কানিপাড়া গ্রামে প্রতিদিনের মতো কয়েকজন কৃষক তাদের হাঁসগুলোকে ছেড়ে দেয়। পরে স্থানীয় এক কৃষক মরা হাঁস দেখতে পেয়ে সবাইকে খবর দিলে মরা হাঁসগুলো রাস্তায় তোলা হয়। পুকুর পাড় ও ধানক্ষেতে কেউ বিষ মিশিয়ে ছিটিয়ে রাখে তা খেয়ে হাঁসগুলোর মৃত্যু হয়েছে। এর মধ্যে ওই গ্রামের সিরাজুল ইসলামের ১২টি, শাহিন মিয়ার ১১টি, রহিমের ১০টি, ইয়াসিনের ৭টি, সন্তোষ কুমারের ৫টি, আনারুলের ৫টিসহ মোট ৫০টি হাঁস মারা গেছে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, আমার প্রায় ১২টি হাঁসের মধ্যে ছয়টি হাঁস ডিম পারে। ডিম পাড়া হাঁসগুলোসহ ১২টি হাঁস মারা গেছে। এ বিষয়ে আমি হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করবো।

এ বিষয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় চৌকিদার পাঠানো হয়েছে। তবে এভাবে হাঁসগুলোকে মেরে ফেলা কোনোভাবেই কাম্য নয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।