হাঁস, কোয়েল, টার্কির প্রজেক্ট ফেইলর হবার কারণ

271

ভাল কোন ব্রিডার ফার্ম নাই যেখানে ব্যবস্থাপনা,ভ্যাসিন সিডিউল,বায়োসিকিউরিটি ঠিক আছে। ইনব্রিডিং সমস্যা যার কারণে বিভিন্ন রোগ হচ্ছে,ভাক্সিন ভাল কাজ করে না।

হ্যাচারীর মান ভাল না। বাচ্চার কোয়ালিটি ভাল না। বাচ্চার ব্রুডিং ঠিক ভাবে হয় না। বাচ্চাতে ভিটামিন ও মিনারেলস এর ঘাটতি থাকে যার জন্য ব্যবস্থা নেয়া হয়না।

ভ্যাক্সিন সিডিউল অনুযায়ী করা হয় না তাছাড়া ভ্যাক্সিনের কোয়ালিটি ভাল না।
ফিডিং সিস্টেম ঠিক নাই
লাইটিং ঠিক নাই
মাল্টি এজের ফার্ম করা হয়
কৃমির ডোজ ঠিক মত করা হয় না।

সমাধানঃনিয়ম অনুযায়ী দক্ষ ভেট দ্বারা সেড করার আগে এবং ১ম দিন থেকে পরিচালনা করলে অনেক ভা ল করার সুযোগ আছে।

নোটঃ সোনালীর ক্ষেত্রেও অনেক মিল আছে।

ফার্মসএন্ডফার্মার/ ১০ মে ২০২১