হাঁস পালনে স্বাবলম্বী জাহানারা বেগম

410

পাবনায় হাঁস পালনে স্বাবলম্বী হয়েছেন জাহানারা বেগম। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের বাসিন্দা। হাঁস পালনের মাধ্যমেই দরিদ্রতা দূর করে স্বাবলম্বী হয়েছেন তিনি। এখন তার দেখাদেখি অনেকেই আগ্রহী হয়ে শুরু করেছেন হাঁস পালন।

জানা যায়,পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের জাহানারা বেগম ও তার স্বামী আতাউর রহমান হাঁসের খামার গড়ে তুলেছেন। তাদের খামারে এখন ৭০০ হাঁস রয়েছে। এই খামার থেকেই বছরে তাদের আয় হয় ২ থেকে ৩ লাখ টাকা। দুই ছেলের পড়ালেখার খরচ ও পাঁচজনের সংসার চালিয়েও বেশ সঞ্চয় করতে পারছেন তারা।

জাহানারা বেগম বলেন, আগে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। হাঁস পালনের মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষের দিকে তিন-চার দিন বয়সের ৮০০-১০০০ হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসি। পরে মাঘ মাসে পরিণত বয়স হলে বিক্রি। প্রতি জোড়া পাইকারি ৫০০ থেকে ৬০০ টাকায়।

আতাউর রহমান জানান, আগে অন্যের জায়গায় বর্গা চাষ করে খুব কষ্টে সংসার চালাতে হতো। এর পরে বুদ্ধি করে হাঁসের খামার দেই। সেই হাঁসের খামার দিয়ে এখন ছেলেমেয়েদের পড়ালেখা ও সংসারের খরচ চলছে।

ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার তোফাজ্জল হোসেন বলেন, খামারি জাহানারা বেগম ও আতাউর রহমান আমাদের কাছ থেকে হাঁস পালন বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন। খামারি হিসাবে সফলতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

ফার্মসএন্ডফার্মার/১৬মার্চ২০২১