হাকালুকি হাওরে পলোতে ধরা পড়লো ২৭ কেজি ওজনের বোয়াল!

393

বোয়াল

মৌলভীবাজারের হাকালুকি হাওরে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের বোয়াল মাছ। মাছ দেখতে ভিড় জমিয়েছেন আশেপাশের লোকজন।

শুক্রবার হাকালুকির জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা আবু সাইদ স্বপনের পলোতে এই মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, এলাকার বিভিন্ন বয়সী মানুষ মিলে হাকালুকির জুড়ী অংশে পলো নিয়ে মাছ ধরতে যান। এই সময় স্বপনের পলোতে এই বোয়ালটি ধরা পড়ে।

আবু সাইদ স্বপন জানান, হাকালুকি হাওরে পলো নিয়ে মাছ ধরার সময় এই মাছটি ধরা পড়ে। এটির ওজন ২৭ কেজি। পড়ে মাছটি বাড়িতে নিয়ে আসলে আশপাশের লোকজন ভিড় জমান।

তিনি আরও বলেন, এত বড় বোয়াল সাধারণত পাওয়া যায় না, যেহেতু আমি পেয়েছি তাই একা না খেয়ে আত্মীয় স্বজনদের মধ্যেও ভাগ করে দিয়েছি।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন জানান, এখন মাছের প্রজনন মৌসুম। মা মাছ ডিম ছাড়ার উদ্দেশ্যে হাওরে স্রোতের বিপরীতে ছুটতে ছুটতে আশপাশের ছোট খাল-বিলে আশ্রয় নেয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন