চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীস্থ রিসার্চ ও ফার্ম বেইসড ক্যাম্পাসে চালু হলো টিচিং ও ট্রেনিং ভেটেরিনারি হাসপাতাল। আজ রবিবার সকালে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং স্থানীয় খামারি ও প্রান্তিক কৃষকদের প্রাণিসেবা প্রদানের উদ্দেশ্যে সিভাসু কর্তৃপক্ষ এ হাসপাতাল স্থাপন করেছে।
এ হাসপাতালে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত অভিজ্ঞ প্রাণী চিকিৎসক দ্বারা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী ও পাখির রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে রয়েছে মেডিসিন ইউনিট, সার্জারি ইউনিট, গাইনিকোলজি ইউনিট, ওপারেটিং থিয়েটার এবং ডায়াগনস্টিক ল্যাব।
আজ সকাল ১১টায় সিভাসু’র হাটহাজারীস্থ রিসার্চ ও ফার্ম বেইস্ড ক্যাম্পাসে অনুষ্ঠিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ^াস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, ভেটেরিনারি ক্লিনিক্সের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. পংকজ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোডাকশন অফিসার ডা. আদিত্য চৌধুরী অভি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং হাটহাজারী ও এর আশেপাশের এলাকার খামারি ও প্রান্তিক কৃষকদের প্রাণিসেবা প্রদান এই হাসপাতাল স্থাপনের প্রধান উদ্দেশ্য। তিনি আরও বলেন, এই হাসপাতালে প্রাণীর চিকিৎসা সেবা প্রদানের সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। উপাচার্য হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সবাইকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সিভাসু’র সুনাম অক্ষণœ রাখার আহ্বান জানান।