আমাদের দেশে গরু পালন একটি লাভজনক পেশা। বর্তমানে গরু পালন করে অনেক বেকার যুবকরাও স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই গরু পালন করা হয়ে থাকে। গরু পালনের ক্ষেত্রে গরু কেনা যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয় তেমনিভাবে গরু কেনার পর এর যত্ন নেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নেই কেনার পর গরুর যত্নে করণীয় সম্পর্কে-
কেনার পর গরুর যত্নে করণীয়ঃ
১। গরু কেনার পর প্রথমেই গরুকে নিয়ে এসে জীবাণু নাশক যেমন পটাস, টিমসেন ইত্যাদি দিয়ে গোসল করাতে হবে অথবা স্প্রে করে দিতে হবে।
২। এরপর শুঁকনো কাপড় দিয়ে গরুর শরীর মুছে দিতে হবে।
৩। এরপর নতুন গরুটিকে খামার থেকে আলাদা একটি শেডে রাখতে হবে।
৪। গরুটিকে এবার অল্প পরিমাণে কিছু খাবার দিতে হবে। নতুন স্থানে গরু বেশি পরিমাণে খেতে চাইবে না।
৫। গরুর শরীরের ওজন অনুযায়ী কৃমিমুক্ত করতে হবে। গরু গর্ভবতী হলে এই অবস্থায় নিরাপদ ঔষধ ব্যবহার করতে হবে।
৬। এরপর নতুন গরুকে পরিমান মত ৩ দিন লিভারটনিক দিতে হবে।
৭। যদি প্রয়োজন হয় তাহলে জিংক দিতে হবে ৩ দিন।
৮। আস্তে আস্তে গরুর সব টিকা দিতে হবে। এক টিকা থেকে অন্য টিকার মধ্যে ১৫ দিন বিরতি দিতে হবে।
৯। গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দিতে হবে।
ফার্মসএন্ডফার্মার/ ১৪ অক্টোবর ২০২১