হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দেবে যশোর কৃষি বিভাগ

1328

যশোর জেলার বোরো আবাদের ফসল নিরাপদে কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে জেলা কৃষি অধিদপ্তর। তারা হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কেটে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে।

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের ফলে দেশের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে নির্দেশ দিয়েছে সরকার। এ অবস্থায় উৎপাদিত বোরো ধানের ফলন ঘরে উঠাতে শ্রমিক সংকটের মুখে পড়তে পারে উৎপাদনকারী। শ্রমিক সংকটের কথাটি মাথায় রেখে যশোর কৃষি অধিদপ্তর ৬২টি হারভেস্টার মেশিনের মাধ্যমে ফসল কর্তনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এব্যাপারে প্রচারণা শুরু করেছে তারা।

কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবছর জেলাতে ১ লক্ষ ৫৪ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলনের আশা করা হচ্ছে। কৃষক যেন তার উৎপাদিত ফসল নিরাপদে ঘরে উঠাতে পারে সেজন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুধুমাত্র মেশিন চালানোর তেলের মূল্য প্রদানের মাধ্যমে কৃষক এই সুবিধা পেতে পারে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে একটি হারভেস্টার মেশিন দিয়ে ঘণ্টায় ২ বিঘা জমির ধান কাটা সম্ভব। যার আনুমানিক ব্যয় হবে ২৫০ টাকা মাত্র।

ফার্মসএন্ডফার্মার/১৭এপ্রিল২০