হিলিতে কমেছে কাঁচামরিচের ঝাঁজ, বেড়েছে বেগুনের দাম

163

দিনাজপুরের হিলি স্থলবন্দরে খুচরা ও পাইকারিতে কমেছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম কমেছে ১০০ টাকা। যে মরিচ সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ২০০ থেকে ২৪০ টাকা কেজি দরে, সেই মরিচ আজকে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজিদরে। দাম কমায় একটু স্বস্তিতে নি¤œ আয়ের মানুষ। বর্তমান কাঁচামরিচের সরবরাহ ঠিক থাকায় দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে কাঁচামরিচের দাম কমলেও বেড়েছে বেগুনের দাম। গতকাল সোমবার সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, ‘বেশ কয়েকদিন ধরে কাঁচামরিচের ঝাঁজ খুবই ছিল। এক সপ্তাহ আগে অতিবৃষ্টি আর বন্যার কারণে দাম ঊর্ধ্বগতি ছিল। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করতাম ২০০ থেকে ২৪০ টাকা কেজিদরে। তবে বর্তমান সরবরাহ ঠিক থাকায় এবং ভারত থেকে হিলিবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হওয়ায় দামটা কমেছে। এখন আমরা কাঁচামরিচ বিক্রি করছি ১৪০ থেকে ১৬০ টাকা কেজিদরে। কিন্তু কাঁচামরিচের দাম কমলেও, দাম বেড়েছে বেগুনের দাম। ৮০ টাকা কেজি বেগুনÑতাও পাওয়া যাচ্ছে না।’

হিলি বাজারে সবজি কিনতে আসা রহিম বলেন, ‘বর্তমান সবজির যা দাম তাতে খাওয়া মুশকিল হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। তরিতরকারি, মাছ, মাংস, ডিম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। কয়েকদিন আগে তো কাঁচামরিচ কিনতেই পারিনি। হায়রে দাম বাবা রে, তবে আজকে বাজারে এসে কাঁচামরিচের দামটা একটু কম পেলাম; তাই নিলাম আরকি।’

হিলি পানামাপোর্ট লিমিটেড জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। কাঁচামরিচ একটি কাঁচামালÑতাই এর জন্য আলাদা সেট তৈরি করা হয়েছে। এটি পচনশীল দ্রব্য; তাই আমদানিকারকরা যাতে দ্রুত বাজারজাত করতে পারে, সেই জন্য দ্রুত ছাড়করণের ব্যবস্থা করা হয়ে থাকে।’

কাস্টমসের তথ্য মতে, হিলি স্থলবন্দর দিয়ে সপ্তাহের প্রথম দিন শনিবার ও রবিবার কাঁচামরিচ আমদানি হয়েছে ৬টি ভারতীয় ট্রাকে ৪৬ মেট্রিক টন।