হিলিতে বেড়েছে ভারতীয় আলুর দাম

90

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে ভারতীয় আলুর দাম। দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে পাইকারিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। বৃহস্পতিবারে যে আলুর দাম ছিল ৩০ থেকে ৩১ টাকা, সেই আলু আজকে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে। দাম বাড়ায় বিপাকে পড়েছে পাইকাররা। এদিকে ভারতে দাম বাড়ার কারণে দেশে আলুর দাম বেড়েছে বলে জানান আমদানিকারকরা।

কয়েকজন বন্দরের পাইকার বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ,আলু, কাচাঁমরিচ পাথরসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি হয়ে থাকে। তবে আলুর আমদানি কমের অজুহাতে হিলি স্থলবন্দরে বেড়েছে দাম। দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা। গত বৃহস্পতিবার যে আলু বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩১ টাকায় সেই আলু আজকে রোববার বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে। এদিকে আলুর দাম বাড়ায় বিপাকে পড়েছে পাইকাররা।

এদিকে আমদানিকারকরা বলছেন, ভারতে আলুর চাহিদা বাড়ার কারণে দাম বেড়েছে, তাছাড়া দেশের বাজারেও চাহিদা বাড়ায় দামটা বেড়েছে।