হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু 

192

দীর্ঘ আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।এতে সস্থি ফিরেছে ক্রেতাদের মাঝে।তাদের ধারনা ভারতীয় পেয়াজ আমদানি হলে দামটা অনেক কমে আসবে।

 সোমবার(০৫ জুন) বিকালে এন আলম টেড্রাস নামের প্রতিষ্টানটি ভারতীয় ৩ ট্রাকে ৬৩ মেট্রিকটন পেয়াজ আমদানি করেছেন।

প্রতিষ্টানটির প্রতিনিধি বলেন, কয়েক সপ্তাহ ধরে খুচরা ও পাইকারি বাজারে হঠাৎ অস্থিতিশীল হয়ে ওঠে পেঁয়াজের বাজার। এ অবস্থায় কোরবানির ঈদে বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আড়াই  মাস পর আজ থেকে আবার ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।