‘হেড-অব বিজনেস’ পদে ওয়াইজম্যান গাইডেন্সে কৃষিবিদ আসাদুজ্জামানের যোগদান

350

আসাদুজ্জামান

কৃষিবিদ মো. আসাদুজ্জামান বাংলাদেশ প্রাণিসম্পদ শিল্পে একজন অতি পরিচিত নাম ও বিনয়ী মানুষ হিসেবে খ্যাত। দীর্ঘ সময় ধরে তিনি পোল্ট্রি, ডেইরি এবং মৎস্য শিল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কৃষিবিদ মো. আসাদুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৮৮ সালে এনিমেল হাজবেন্ড্রিতে বিএসসি (সম্মান) ডিগ্রি লাভ করে। শিক্ষা জীবন শেষ করে তিনি দেশের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

কৃষিবিদ জনাব মো. আসাদুজ্জামান ২০১৮ সালের জানুয়ারি থেকে পোল্ট্রি স্বাস্থ্য ও পুষ্টিপণ্য আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াইজম্যান গাইডেন্সের কনসালট্যান্ট হিসেবে কাজ করা অবস্থায় একই বছরে জুলাই থেকে উক্ত কোম্পানিতে হেড অব বিজনেস (সেলস অ্যান্ড মার্কেটিং) পদে স্থায়ীভাবে যোগদান করেন।

বর্তমানে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। ভদ্র, নম্র ও বিনয়ী কৃষিবিদ জনাব আসাদুজ্জামান শিল্প সংশ্লিষ্ট সকলের কাছে দোয়াপ্রার্থী।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এমএস