প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে বাংলাদেশেও উৎসাহ উদ্দীপনার সাথে ‘বিশ্ব ডিম দিবস’ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে শোভাযাত্রা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঢাকার শোভাযাত্রাটি সকাল ৯টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ফার্মগেট থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ ঘুরে পুনরায় কেআইবি কমপ্লেক্সে এসে শেষ হবে।
শোভাযাত্রা শেষে কেআইবি কমপ্লেক্স এর ৩ডি সেমিনার হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত দিবস উদযাপন এবং আলোচনা অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ পোল্ট্রি শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিসহ আরো অনেকে উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।
উল্লেখ্য, ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় শহরেও একই সময়ে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা পর্যায়েও দিবসটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম