২১ অক্টোবর ‘লাইভস্টক-পোল্ট্রিমেলা’ ও ‘লাইভস্টক অ্যাওয়ার্ড-২০১৭’

345

22089491_1708221902544518_8

আগামী ২১ অক্টোবর রোজ শনিবার সকাল ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজের কাইছার রহমান চৌধুরী অডিটেরিয়াম “লাইভস্টক-পোল্ট্রিমেলা” এবং ‘লাইভস্টক অ্যাওয়ার্ড ২০১৭” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (BLS) আয়োজনে এ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অনুষ্ঠাটি দুটি পর্বে সাজানো হয়েছে। ১ম পর্ব সকাল ৮টায় শুরু হবে রেজিস্ট্রেশন, সকাল ৯টায় ‘লাইভস্টক পোল্ট্রি মেলা-২০১৭’ এর উদ্বোধন করা হবে। এবং সকাল ৯.৩০ থেকে ২য় পর্ব শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে আয়োজিত সেমিনারে ‘Protein For All’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. প্রিয়মোহন দাস।

এছাড়া ৪টি ক্যাটাগরিতে মোট ১২ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ‘৩য় লাইভস্টক অ্যাওয়ার্ড-২০১৭’ প্রদান করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (BLS) সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, DLS-এর মহাপরিচালক ডা. মো. আইনুল হক, BLRI-এর মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার, এসিআই এগ্রি বিজনেস এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. এফ এইচ আনসারী, রেনাটালি: এর এনিম্যাল হেলথ্ এর প্রধান সিরাজুল হক, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (BVC) রেজিস্ট্রার ডা. মো. ইমরান হোসেন খান, বাংলাদেশ ভেটেরিনারি এসেসিয়েশনের (BVA) সাধারণ সম্পাদক ড. মো. বেলাল হোসেন প্রমুখ।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর ড. এসএম. কামরুজ্জামান উপস্থিত থাকবেন।

“লাইভস্টক পোল্ট্রি মেলা” এবং লাইভস্টক অ্যাওয়ার্ড ২০১৭” এর আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম