১৩ পদে নিয়োগ দেবে বাকৃবি

1319

বাকৃবি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ১৩টি পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম :

অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ, প্যাথলজি বিভাগ, কৌলিকতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, ফসল উদ্ভিদ বিভাগ, পশুপুষ্টি বিভাগ, ডেইরি বিজ্ঞান বিভাগ, কৃষি অর্থনীতি বিভাগ, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ, ফিশারিজ টেকনোলজি বিভাগ ও হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট।

পদসংখ্যা: মোট ২১ জন।

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক এবং স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ইংরেজি ভাষায় দক্ষতা ও কম্পিউটার জ্ঞানে অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। প্রার্থী এমফিল/পিএইচডি ডিগ্রিধারী হলে শর্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম :

আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্রসহ নিম্নের ঠিকানায় (অফিস চলাকালীন) আবেদন পাঠাতে হবে।

ঠিকানা : রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

আবেদনের শেষ সময় : ২০ মে ২০১৯। সূত্র : যুগান্তর, ১৪ মে, ২০১৯ (পেজ নং-১৮)।

 

 

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন