টেকসই উন্নয়নের ক্ষেত্রে অন্যতম কৃষিভিত্তিক উন্নয়ন ব্যবস্থা। দেশের কৃষি ব্যবস্থা নিয়ে নির্মিত চ্যানেল আইতে প্রচার চলতি নিয়মিত টিভি অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’ তার পথচলার ১৬ বছরে পদার্পণ করছে আগামী একুশে ফেব্রুয়ারি।
কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় এ অনুষ্ঠানটির বহুমুখী তৎপরতা ও সক্রিয় অভিযানে বদলে গেছে দেশের কৃষি ও অর্থনীতির চিত্র- এমনটাই দাবি করেছেন অনুষ্ঠান সংশ্লিষ্টরা।
২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন এ অনুষ্ঠানটি যাত্রা শুরু করে। অনুষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, পথচলার শুরু থেকেই এটি একটি টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছে একটি আন্দোলনে।
শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’- এর বর্ষপূতি উপলক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ‘কাশ্মিরী আপেল কুল চাষে কৃষকের অভাবনীয় সাফল্য’ নিয়ে বিশেষ প্রতিবেদন।