৩৩ কোটি টাকার সহযোগীতা পাবেন কৃষকেরা

811

ভাষার মাসের প্রথম দিনের দুপুরে কৃষি মন্ত্রনালয় আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ৫১ টি জেলায় উফশী অউশের জন্য ২৭ কোটি ১০ লাখ এবং ৪০ টি জেলায় নেরিকা আউশ বাবদ ৩ কোটি ৯০ লাখ টাকা কৃষকদের প্রনোদনা দেওয়া হবে। এ ছাড়া ৬৪ টি জেলায় কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনে, ৭ টি জেলায় পাট ও ১ টি জেলায় আখের উৎপাদন বৃদ্ধি ও কৃষি উপকরণ সহায়তা বাবদ ১ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা সহায়তা দেওয়া হবে। মেটি সোয়া ২ লাখ কৃষকের মধ্যে ৩২ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকার সহায়তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বলা হয় এক জন কৃষক এক বিঘা জমির জণ্য ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ সহায়তা বাবদ ৪০০ টাকা করে পাবেন উফশ আউশ ধান ফসলের ক্ষেত্রে। এই সহায়তার ফলে কৃষকরা উপকৃত হবে বলে কৃষি মন্ত্রী আশাবাদ ব্যাক্ত করেন এবং সে তথ্যও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে কৃষি সচিব সহ আরো কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।