৫ম আহকাব আন্তর্জাতিক মেলা শুরু ১৫ অক্টোবর

440

ahcab-logo-1
এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (আহকাব) এর দুই দিনব্যাপী ৫ম আহকাব আন্তর্জাতিক মেলা ২০২০ শুরু হবে আগামী ১৫ অক্টোবর। আহকাব এর সভাপতি ডা. মো নজরুল ইসলাম ও মহাসচিব ডা. মো কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫-১৭ অক্টোবর ২০২০ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বি আই সিসি) এই মেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য চীনে করোনা ভাইরাস সংক্রমণের কারনে ১২-১৪ মার্চে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক মেলার ভেন্যু ও তারিখ পরিবর্তন করে আয়োজক কমিটি
87089559_184240706171563_8183215521374666752_n
প্রসঙ্গত, বাংলাদেশের পোল্ট্রি, ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী সেক্টরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (আহকাব) কর্তৃক নিয়োমিতভাবে এই আন্তর্জাতিক মেলার আয়োজন করে থাকে।

ফার্মসএন্ডফার্মার/২৫ফেব্রু২০২০