৫ মণ ওজনের বাঘাআইড় বেচতে মাইকিং!

529

বাঘঅআইড়

বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘জেলেরা মাছটি নিয়ে বিক্রির জন্য আমার কাছে আসে। বিশাল মাছটি তখন ওজন করে দেখা যায়, এর ওজন ২০০ কেজি। মণের হিসাবে দাঁড়ায় পাঁচ মণ। আস্ত মাছটি কেনার ক্রেতা পাওয়া যায়নি। তাই কেজি দরে বিক্রির জন্য মাইকিংয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

সিলেটের বন্দরবাজার এলাকার লালবাজারে প্রায় ২০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রির জন্য বিক্রেতার পক্ষ থেকে মাইকিংয়ে উদ্যোগ নেয়া হয়েছে।

সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে শনিবার জেলেদের জালে ধরা পড়ে ২০০ কেজি ওজনের এই বাঘাইড় মাছটি। রোববার সকালে জেলেরা মাছটি সিলেটে শহরের লালবাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেনের কাছে নিয়ে আসেন।

বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘জেলেরা মাছটি নিয়ে বিক্রির জন্য আমার কাছে আসে। বিশাল মাছটি তখন ওজন করে দেখা যায়, এর ওজন ২০০ কেজি। মণের হিসাবে দাঁড়ায় পাঁচ মণ। আস্ত মাছটি কেনার ক্রেতা পাওয়া যায়নি। তাই কেজি দরে বিক্রির জন্য মাইকিংয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, মাছটি কেটে কেজি দরে বিক্রি করতেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। তিনি ও তার সহকারী ‘আউক্কা ভাই…ইয়া বড় বাঘাইড়…ইয়া বড় বাঘাইড়…’ হাঁক দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন।

আনোয়ার হোসেন এ ব্যাপারে বলেন, মাছটি আগামীকাল সোমবার থেকে কেটে কেজি দরে বিক্রি করা হবে। বিক্রি করতে মাইকিং করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত কেজিতে আড়াই হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এ জন্য আগ্রহী ক্রেতাদের নাম, মুঠোফোন নম্বর কাগজে তালিকা করে রাখছেন। মাছ কাটার পর চাহিদামতো ক্রেতাদের সরবরাহ করা হবে বলে জানান তিনি।

বন্দরবাজার এলাকার ব্যবসায়ী সাজন চৌধুরী বলেন, মাছ বিক্রেতার হাঁক শুনে বাজারে এসেছি। মাছ দেখে ভালো লেগেছে, তাই নিজের নাম তালিকায় তুলেছেন বলে জানালেন। তিনি জানান, এর আগে ১৪০ কেজি ওজনের বাঘাইড় এই বাজারে উঠেছিল। আজকে ২০০ কেজি ওজনের এই মাছ থেকে দুই কেজি কিনবেন বলে জানালেন।

সাজন চৌধুরীর মতো আরও অনেক আগ্রহী ক্রেতা ও উৎসুক মানুষ মাছটি একনজর দেখতে সকাল থেকেই লালবাজারে ভিড় জমিয়েছেন। এ সময় অনেকেই নিজেদের মুঠোফোনে মাছের ছবি তোলেন এবং ভিডিও চিত্র ধারণ করেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন