৫ মণ ওজনের মাগুর মাছ!

312

মাগুর মাছ

থাইল্যান্ডের একটি খালে মাছ ধরার ভিডিও দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এক ব্যক্তি একটি বিশাল মাগুর মাছ ধরেন ওই খাল থেকে। মাছটির ওজন ছিল ৫ মণেরও বেশি।

এত বড় মাছ ধরা পড়ার খবর শুনে ছুটে আসে এলাকার লোকজন। তারা মাছটিকে ধরে উপরে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। অনেকক্ষণ ধরে এভাবে টানাটানির পর একজন প্রস্তাব দেন এত বড় মাছটি না মারার জন্য।

যিনি মাছটি ধরেছিলেন প্রথমে এই দামি শিকার ছেড়ে দিতে রাজি না হলেও পরে তারও দৈত্যাকার এই মাগুর মাছটির প্রতি মায়া হয়। তারপর তারা সবাই মিলে সেটিকে গভীর পানিতে ছেড়ে দিলে মাছটি দ্রুত পালিয়ে যায়। এনডিটিভি

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন