৮০ বছর ফল দিবে যে গাছ

763

নারকেল

বিশ্বাস হচ্ছেনা তো! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ”ডুয়া এক্সিম লু” একটি নারিকেলের জাতের নাম। এই প্রজাতির নারিকেল গাছ সূদর ভিয়েতনামে দেখা যায়।

খাটো জাতের এই নারিকেল গাছে ১৮ মাসের মধ্যেই ফুল চলে আসে এবং তিন বছরের মাথায় ফল আসে এবং পরিপূর্ণ হতে থাকে। ফল দেয়া শুরু করলে টানা ৮০ বছর ধরে ফল দিতেই থাকে।

ভিয়েতনামের এই নারিকেল এখন শোভা পাচ্ছে খুলনার দৌলতপুর ও সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে। এই নারিকেলের মূলত দুটি জাত দেখা যায় একটি হলো সিয়াম ব্লু কোকোনাট এবং অপরটি হলো সিয়াম গ্রিন কোকোনাট । এই দুই জাতের নারিকেল গাছই এখন আমাদের দেশে শোভা পাচ্ছে।

মাত্র তিন বছরেই গাছে ধরেছে নারকেল। তাও একটি/দুটি নয়, শত শত। খুলনার দৌলতপুর ও সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে শোভা পাচ্ছে এ নারকেল। আশ্চর্যজনক হলেও সত্যি দ্রুত বর্ধনশীল খাটো জাতের এ নারকেল গাছে ১৮ মাসের মধ্যেই ফুল চলে আসে এবং তিন বছরের মাথায় ফল পরিপূর্ণ হতে শুরু করে।

এই নারিকেল খেতে অনেকটা দেশি নারিকেলের মতই, স্বাদে-গন্ধে, আকার ও পুষ্টিমানে একদম চমৎকার একটি নারিকেলের জাত। এই নারিকেলের ভেতরের শাস এবং পানি অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে।ভিয়েতনাম ছাড়াও এই প্রজাতির নারিকেল এখন অনেক দেশেই বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব ও মধ্য থাইল্যান্ডে এই প্রজাতির নারিকেলের ব্যাপক পরিচিতি আছে।এ

এই নারিকেল আমাদের দেশের নারিকেলের চাহিদা মেটাতে হতে পারে একটি অনন্য মাধ্যম। এদেশে প্রতি বছর প্রচুর পরিমাণে নারিকেলের প্রয়োজন হয় চাহদাও অনেক বেশি । বিশেষ করে গরমের ঋতুতে এর কচি নারিকেলের চাহিদা থাকে ব্যাপক। দেশের এই চাহিদাকে সামনে রেখে এই জাতের নারিকেল উৎপাদন করা হতে পারে একটি যুগোপযোগী সিদ্ধান্ত।

কৃষি মন্ত্রণালয়সূত্র জানিয়েছে, এই খাটো জাতের হাইব্রিড নারকেল গাছের চাষে সরকার ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। যেহেতু লবণাক্ততা সহিষ্ণু এই গাছ সব ধরনের মাটিতে চাষের উপযোগী এবং দেশিয় নারিকেলের তুলনায় প্রায় তিনগুণ বেশি ফল দিতে সক্ষম সেহেতু এই নারিকেল চাষ ঝুবই লাভজনক হবে।।

এরইমধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়, বাগেরহাট, খুলনা, বরগুনা, নোয়াখালী, বরিশাল ও কক্সবাজারসহ ১০টি জেলাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় ১ লাখ ৪০ হাজার নারকেল গাছ লাগানো হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এই জাতের আরও ১০ লাখ নারকেলের চারা লাগানো হবে জানা যায়।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ
এগ্রিফার্মস২৪/জেডএইচ