AHCAB পোর্টফলিও নির্বাচনে এ.কে.এম আলমগীর-সভাপতি, ডা. মোঃ কামরুজ্জামান-মহাসচিব নির্বাচিত

364

untitled-1ফার্মস এন্ড ফার্মার২৪.কম ডেস্ক: নব নির্বাচিত ১৫ জন নির্বাহী সদস্য নিয়ে AHCAB এর নিজস্ব কার্যালয়ে পোর্টফলিও নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসাবে মনোনিত হন জনাব এ.কে.এম আলমগীর ব্যবস্থাপনা পরিচালক বেঙ্গল ওভারসিজ লিঃ এবং মহাসচিব নির্বাচিত হন জনাব ডা. মোঃ কামরুজ্জামান সিইও বায়োল্যাব।

AHCAB  এর ২০১৭-১৮  মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ:

  • এ.কে.এম আলমগীর-সভাপতি
  • অখিল চন্দ্র ভৌমিক-সহ সভাপতি
  • ডা. মো: কামরুজ্জামান-মহাসচিব
  • ডা. মো: জসিম উদ্দিন-যুগ্ম সম্পাদক
  • মো: মোসলেহ উদ্দিন-কোষাধ্যক্ষ
  • ডা. গদাধর চন্দ্র শীল-সাংগঠনিক সম্পাদক

কার্যনির্বাহী পরিষদের সদস্য:

  • খাইরুল কবির আরিফ
  • নাহিদ জাহান
  • মো: সিরাজুল হক
  • ডা. এসএমএফবি আব্দুস সবুর
  • মোহাম্মদ তারেক সরকার
  • ডা. মো: রাসেদুল জাকির
  • ডা. মো: এনাম আহমেদ
  • ডা. মো: সরোয়ার জাহান
  • ডা. খন্দকার মোহাম্মদ মাহমুদ হোসাইন

সকল ভেদাভেদ ভূলে এক জগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ফার্মস এন্ড ফার্মার২৪.কম এর পক্ষ থেকে নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন।