6 Falgun 1426 বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২০
Home / মৎস্য বিষয়ক / থাই পুঁটি মাছ চাষে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

থাই পুঁটি মাছ চাষে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

পুটি

থাই পুঁটি বা রাজপুঁটি মাছ পরিবেশ দুষণের কারণে সহজেই রোগাক্রান্ত হয়। তাই এ মাছ চাষ কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে আপনি সতর্ক হলে এ ঝুঁকি সহজেই কাটিয়ে উঠতে পারেন।

প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো, পানি মাছ চাষের উপযোগী রাখার জন্য আপনাকে নিয়মিত চুন ও সার প্রয়োগ করতে হবে। পানি সবুজ থাকা অবস্থায় সার প্রয়োগ করা উচিত নয়। পানির স্বচ্ছ্বতা বৃদ্ধি পেলে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করা যেতে পারে। আর প্রয়োজনীয় চুন পানিতে গুলিয়ে দ্রবণ তৈরি করে দুই মাস পর পর দেয়া উচিত।

সেই সাথে পুকুর বা জলাশয়ে যেখানে আপনি রাজপুঁটি চাষ করছেন তা পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাইরে থেকে যেন দুষিত পানি প্রবেশ করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

আর মাছে ক্ষতরোগ দেখা দিলে প্রতি শতাংশে এক কেজি চুন এবং এক কেজি লবণ প্রয়োগ করতে হবে।

মাছ আহরণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুর বা জলাশয়ের পানি কমে যাওয়ার আগেই মাছ আহরণ করা উচিত। এ ক্ষেত্রে শীতকালের আগেই মাছ আহরণ করার সঠিক সময়।

 

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ

আরও পড়ুন...

rice-s

শস্য ও ফলে বোরন সারের ঘাটতিজনিত নানা সমস্যা ও কার্যক্রম

বোরন সারের অভাবে বিভিন্ন শস্য ও ফলে বোরনের ঘাটতিজনিত নানা রকম সমস্যা দেখা যায়। নিম্নে …