মুরগী বিক্রি করার পর যা করবেন

306

মুরগী বিক্রি করার পর যত দ্রুত সম্ভব লিটার বের করে ফেলুন। তারপর ভাল মত ঝাড়ু দিয়ে (পাকা ফ্লোর হলে ভালমতন ধূয়ে) নিন্মোক্ত জিনিসগুলো মিশিয়ে ফ্লোরে এবং শেডের চারপাশে ছিটিয়ে দিন:-

প্রতি ৫০০ বর্গফুটের জন্য :-

১। চুন: ১ কেজি

২। ব্লিচিং পাউডার : ২৫০ গ্রাম

৩। কেরোসিন : ২০০ মিলি

৪। তুতে : ১০০ গ্রাম

৫। পানি : ৫ লিটার

এতে করে আপনার আগের ব্যাচের মাটিতে থাকা প্রায় সমস্ত জীবাণু দূর হবে এবং পিঁপড়া দূরে থাকবে।

ফার্মসএন্ডফার্মার/১৪ফেব্রুয়ারি২০২১