মুরগী বিক্রি করার পর যত দ্রুত সম্ভব লিটার বের করে ফেলুন। তারপর ভাল মত ঝাড়ু দিয়ে (পাকা ফ্লোর হলে ভালমতন ধূয়ে) নিন্মোক্ত জিনিসগুলো মিশিয়ে ফ্লোরে এবং শেডের চারপাশে ছিটিয়ে দিন:-
প্রতি ৫০০ বর্গফুটের জন্য :-
১। চুন: ১ কেজি
২। ব্লিচিং পাউডার : ২৫০ গ্রাম
৩। কেরোসিন : ২০০ মিলি
৪। তুতে : ১০০ গ্রাম
৫। পানি : ৫ লিটার
এতে করে আপনার আগের ব্যাচের মাটিতে থাকা প্রায় সমস্ত জীবাণু দূর হবে এবং পিঁপড়া দূরে থাকবে।
ফার্মসএন্ডফার্মার/১৪ফেব্রুয়ারি২০২১