হাঁসের ওজন কমে মারা যাওয়া রোগের লক্ষণ ও চিকিৎসা

352

ক’দিন ধরেই দেখছেন খামারের হাঁসগুলো ভালো খাবার খায় না, কিছু হাঁস দাঁড়াতে পারে না। কিছু হাঁস দুর্বল হয়ে পড়েছে । এরকম হাঁসের সংখ্যা খামারে বাড়ছেই। বুঝতে পারছেন না কি করবেন! আসুন জেনে নিই হাঁসের ওজন কমে মারা যাওয়া রোগের লক্ষণ ও চিকিৎসা।

খামারের হাঁসে টাইজেরিয়া পারনিসিয়া নামক প্রোটোজোয়া নামক এক ছাত্রাকের আক্রমণ হয়েছে। তবে বাচ্চা হাঁসে এই প্রোটোজোয়া আক্রমণে আমাশয় রোগ হয়। আমাশয়ের কারণেই হাঁসের ওজন কমে যায়।

চিকিৎসা:
ই এস বি৩ ২-২.৫ গ্রাম প্রতিলিটার পানিতে সব সময় ৫ দিন।

ফার্মসএন্ডফার্মার/ ০৫ জুন ২০২১