ঝিনাইদহে সবজির ভালমানের চারা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

513

Kaligonj-Agriculture-Progra

আরাফাতুজ্জামান, ঝিনাইদহ থেকে: পলিনেট ঘরের মাধ্যমে সবজির ভালমানের চারা উৎপাদন বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বলরামপুর ব্লকের উপজেলার বারপাখিয়া গ্রামে সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরানিতকরণ প্রকল্প (এভিপিআই) আইএফডিসি’র আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর করিম, আইএফডিসির কর্মকর্তা জহিরুল ইসলাম। প্রশিক্ষণে ৪০ জন কৃষাণী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ওয়ালমার্ট ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম