ঝালকাঠিতে ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

347

ঝালকাঠি

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মরনে দেশব্যপী কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বৃক্ষরোপন অভিযান পালিত হয়েছে।

বুধবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, কৃষি বিভাগের উপ পরিচালক আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও সহকারি বন কর্মকর্তা সৈয়দ নুরুজ্জামান প্রমুখ।

এ সময় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা ও শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাছ

কর্মসূচির আওতায় জেলার ৪টি উপজেলায় ৯৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ওষুধি ও ভেষজসহ মোট ২৯ হাজার ১৪৭ চারা রোপন করা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন