লক্ষ্মীপুর : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, লক্ষ্মীপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি খাতে উন্নয়ন করে যাচ্ছে। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও ১৬টি স্কুল ও ১৬ টি কলেজে নতুন করে একাডেমিক ভবন নির্মাণ করা হবে।’’
শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শাখা আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান কামাল বলেন, ‘‘শিগগিরই চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করার বিষয়ে বাজেট অধিবেশনে আলোচনার পর উপজেলা ভবনের স্থান নির্ধারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।’’
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেল্লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ ইমতিয়াজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
আলোচনাসভা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন