একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তি উৎসবে বৃক্ষরোপন কর্মসূচি

321

বৃক্ষরোপন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর একটি স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিন রোববার নওগাঁ শহরের বাইপাস মরহুম আব্দুল জলিল পার্কের পাশে বৃক্ষরোপন করা হয়। এসময় একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ওহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, অ্যাড. মুকুল চন্দ্র কবিরাজ, রফিকুদ্দৌলা রাব্বি, প্রতাপ চন্দ্র সরকার, উৎসব কমিটির আহবায়ক মনোয়ার হোসেন লিটন প্রমুখ।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-নৌকাবাইচ, পানিতে ডুব প্রদর্শনী, আর্ট ক্যাম্প, লাঠি খেলা, আলকাপের গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্রতচারী নৃত্যসহ নানা আয়োজন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন