পটুয়াখালীর দশমিনায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

334

ফল-মেলা

জাহিদ রিপন, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দশমিনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকার্ত শুভ্রা দাসের সভাপত্বিতে পটুয়াখালীর-৩ আসনের সাংসদ আখম জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.শাখাওয়াত হোসেন (শওকত), ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামছুরনাহার খান ডলি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আ. আজিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. উত্তম কুমার কর্মকার প্রমুখ।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ২২টি স্টল অংশগ্রহণ করে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৩ডটকম/মোমিন