জাপানের বিজ্ঞানীরা মুরগির এমন একটি জাত উদ্ভাবন করেছেন যা ‘স্বর্ণডিম’ দিতে পারে। 0স্বর্ণডিম এ কারণে বলা হচ্ছে যে, ওই ডিমে থাকবে উচ্চমাত্রার প্রোটিন যা ক্যান্সার ও হেপাটাইটিসের মতো জীবনঘাতী ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হতে পারে।
মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান।
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল রিসার্স ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মুরগির নতুন এ জাতটির উদ্ভাবন করেছেন।
সাধারণ মুরগির মতোই এ মুরগি নিয়মিত ডিম দেয় বলে জানিয়েছেন তারা।
প্রত্যেকটি স্বর্ণডিমে প্রোটিন থাকবে ৩০-৬০ মিলিগ্রাম। আর একটি ডিমের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ আট হাজার পাউন্ড থেকে ২০ মিলিয়ন পাউন্ড।
তবে চাইলেই এ ডিম এখন কেনা যাবে না। বিষয়টি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন