কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলেই দেশ আরো কয়েক ধাপ এগুবে

335

003

কুমিল্লা: অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮, উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ। কৃষি বান্ধব সরকারের টেকসই পরিকল্পনায় উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশ সমৃদ্ধির পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সে স্রোত ধারায় গত ৪-৬ অক্টোবর ২০১৮ তারিখে দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় একযোগে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয় সংস্থার সেবামূলক কার্যক্রম মেলার মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণের কাছে তুলে ধরেন।

কুমিল্লা জেলায় উন্নয়ন মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহাউদ্দিন বাহার কৃষি বিভাগের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, “পথিকৃৎ কুমিল্লা আধুনিক কৃষি কার্যক্রমের দিক থেকে শত বছরের মত এগিয়ে। আজ আমাদের দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ। আমরা নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছি।

002

কৃষি বিভাগের উল্লেখযোগ্য সফলতার জন্য কৃষি মন্ত্রণালয়ের আওতায় কর্মরত সকলকে ধন্যবাদ জানান।

সমপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-আবুল ফজল মীর, জেলা প্রশাসক, কুমিল্লা; রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহের, ছেয়ারম্যান জেলা পরিষদ, কুমিল্লা; অধ্যাপক মো. রুহুল আমিন, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা; হাসান ইমাম মজুমদার ফটিক। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন-সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম), পুলিশ সুপার, কুমিল্লা।

এবারের মেলায় কুমিল্লা অঞ্চলে, জেলা পর্যায়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রথম স্থান অর্জন করেছে। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, আখাউড়া, বিজয়নগর উপজেলা ১ম স্থান অর্জন করেছে। কুমিল্লা চান্দিনা, তিতাস উপজেলা ১ম স্থান অর্জন করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর, বাঞ্ছারামপুর ২য় স্থান অর্জন করেছে।

001

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মো. মোশারফ হোসেন, রেক্টর (সচিব) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, ঢাকা; বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. আনোয়ার হোসেন খান, পিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া; মিসেস নায়ার কবির, মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা; আলমামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ; সভাপতি ছিলেন- রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। মেলার উদ্বোধনী দিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মহসীন, কৃষি মন্ত্রণালয়ের স্টলসহ সকল স্টল পরিদর্শন করেন এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের প্রযুক্তিগত পরামর্শ স¤পর্কে অবহিত করনে।

সংবাদ লেখক: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন