৮ কেজি ওজন এই মিষ্টি আলুর!

450
সংগৃহিত
সংগৃহিত
সংগৃহিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আট কেজি ওজনের একটি মিষ্টি আলু পাওয়া গেছে। এতো বড় মিষ্টি আলু দেশের আর কোথাও দেখা যায়নি বলে জানা যায়।

উপজেলার নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেন বাড়ির সামনের নিচু জমি বালু মাটি দিয়ে ভরাট করে সেখানে বিভিন্ন সবজি চাষ করেছেন। যার মধ্যে ছয় মাস আগে রোপণ করেছিলেন সিন্ধি প্রজাতির (লাল) মিষ্টি আলু। ছয় মাস পর আলু তুলতে গিয়ে বিশাল এই আলুটি দেখতে পান তিনি। যার ওজন হয়েছে সাত কেজি সাতশ গ্রামেরও বেশি। তার ক্ষেতে আরো কিছু আলু বেশ বড় বড় হয়েছে। আলুটি দেখতে বেলায়েত হোসেনের বাড়িতে ভিড় করছেন অনেকে।

সিরাজদিখান উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার (নাটেশ্বর ব্লক) মমতাজ মহল জানান, সাধারণত এক-দেড় কেজি ওজনের মিস্টি আলু হয়। কিন্তু এতো বড় হয় তা আমাদের জানা ছিল না। জেলা কন্দাল ফসল গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে এ আলুটি নিয়ে কথা বলেছি। আলুটি নিয়ে তারা গবেষণা করবেন।সূত্র: এনবি

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন