শীতে ব্রুডিংয়ের সময় বাচ্চা মৃত্যুর কারণ ও প্রতিকার জানুন

635

মুরগির বাচ্চা

ব্রুডিং পিরিয়ডে চিকস্ মর্টালিটির বেশ কয়টি কারণের মধ্যে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা অন্যতম একটি কারণ। ব্রুডিং পিরিয়ডে ডিহাইড্রেশনের কারণে সবচেয়ে বেশি সোনালির বাচ্চা মারা যায়। ডিহাইড্রেশনের কারণে ৫-১০% পর্যন্ত বাচ্চার মৃত্যু হতে পারে। সাধারণত অবহাওয়াগত কারণ ও খামারীদের নিজস্ব কিছু অসর্তকতার কারণে ব্রুডিং পিরিয়ডে অনেক সংখ্যক বাচ্চা মারা যেতে পারে।

# কারণ
১. সাধারণত শীতকালে পানির তাপমাত্রা কমে যাবার কারণে বা পানি অনেক বেশি ঠাণ্ডা হয়ে যাবার কারণে বাচ্চা মুরগি পানি কম খায়। পানি কম খাওয়ার কারণে বাচ্চাতে ডিহাইড্রেশন দেখা দেয়।
২. তাছাড়া প্রয়োজনের তুলনায় কম সংখ্যক পানির পাত্র প্রদান করলে বাচ্চাগুলো ঠিকমতো পানি পান করতে পারে না। ফলে ডিহাইড্রেশন দেখা দেয়। আমি নিজে অনেক ব্রুডিং এ ১২০-১৩০টি সোনালির বাচ্চার জন্য একটি ছোট পানির পাত্র দিতে দেখেছি।
৩. ব্রুডারে পরিমাণের চেয়ে বেশি বাচ্চা দিয়ে ব্রুডিং করলেও অধিক ঘনত্বের কারণে সব বাচ্চা ঠিকমত পানি পান করতে পারে না। ফলে ডিহাইড্রেশন দেখা দেয় এবং বাচ্চা মারা যেতে পারে।
বাচ্চা পরিমাণের চেয়ে কম পানি পান করলে বডির নরমাল ফিজিওলজি ব্যাহত হয়। ভাইটাল অর্গান বিশেষ করে কিডনি অকেজোর কারণে বাচ্চা মারা যেতে পারে। এই মৃত্যু শতকরা ৫ থেকে ১০ ভাগ পর্যন্ত হতে পারে।

# প্রতিকারঃ
১. অল্প সংখ্যক (৩০০-৫০০) বাচ্চা দিয়ে ব্রডিং করুন। অধিক ঘনত্ব পরিহার করুন।
২. পর্যাপ্ত পরিমাণ পানির পাত্র দিন। ১০০ বাচ্চার জন্য ২টি ছোট পানির পাত্র দিতে হবে ৭-১০ দিন পর্যন্ত।
৩. খুব বেশি ঠাণ্ডা পানি বাচ্চাকে দেয়া যাবে না। ঠান্ডা পানি দিলে বাচ্চা পানি খাবে না ফলে ডিহাইড্রেশন দেখা দিবে। এক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দেয়া যেতে পারে। তাছাড়া মোটর বেশ কিছু সময় চালিয়ে ঠান্ডা পানি ফেলে দিয়ে যখন গরম পানি বের হবে সেটা দেয়া যেতে পারে। পানি দ্রুত ঠাণ্ডা হয়ে গেলে বার বার করে পানি পরিবর্তন করে দিতে হবে।
৪. পানি গ্রহণের পরিমাণ বাড়ানোর জন্য পানিতে গুড় (১৫-২০গ্রাম/লিটার) বা চিনি-পাউডার দুধের মিশ্রন (প্রতিটি ২০ গ্রাম/লিটার) দেয়া যেতে পারে। মোট কথা পানি গ্রহণের পরিমাণ বৃদ্ধি করতে হবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন