হাঁসের বাসস্থান তৈরির সঠিক নিয়ম

5069
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

আপনি যদি হাঁস চাষে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে হাঁস নিয়ে ব্যাপক গবেষণা করেই এই এই ব্যবসায় আসতে হবে। আমরা এর আগে হাঁস পালনের ১০ কারণ ও ভালো জাতের হাঁস সম্পর্কে জেনেছি। চলুন আজকে হাঁসের বাসস্থান কেমন হওয়া উচিত তা নিয়ে কিছু পরামর্শ দেয়া যাক।

হাঁস খুবই শান্ত স্বভাবের বিধায় এদের বাসস্থান শান্ত নিরিবিলি পরিবেশে হওয়া উচিত। হাঁস ঠাণ্ডা ও গরম করতে পারলেও অতিরিক্ত ঠাণ্ডা ও গরম সহ্য করতে পারে না। হাঁসের ঘর নির্মাণের সময় যা যা লক্ষ করতে হবে তা নিম্নে দেওয়া হল।

হাঁসের খামারের জন্য জায়গা নির্বাচন – হাঁসের বাসস্থান

# মুরগির খামারের ঘরের সাথে হাঁসের ঘর বানানো যাবে না।
# উঁচু, খোলা রোদ আছে এমন জায়গা হাঁসের খামারের জন্য ভালো।
# বেলে মাটি ও পানি যাতে না জমে থাকে এমন স্থান হাঁসের জন্য ভালো। পানি নিকাশের সুবিধাসহ ঘাস জন্মানো যায় সেই     দিকে খেয়াল রাখতে হবে।
# হাঁসের খামারের সংগে বড় গাছ বা ঝোপ জঙ্গল থাকা উচিত নয়।

যেভাবে হাঁসের বাসস্থান বানাবেন:

# অল্প হাঁস পালন করলে ঘর হবে ছোট, বেশি হাঁস পালন করলে ঘর স্থায়ীভাবে বানাতে হবে।
# লম্বা সরু এবং চারকোণা ঘর হাঁসের খামারের জন্য উত্তম।
# আবহাওয়ার ও পরিবেশের ওপর ভিত্তি করে ঘরের চালা বানাতে হবে।
# খরচ কমাতে বাঁশের দরজা ও পাতলা টিন ও ব্যবহার করতে পারেন তবে দুর্যোগ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ঘর বানাতে  হবে।
# ঘরের মেঝে পাকা করতে হবে এবং মেঝেতে তুষ বা কাঠের গুড়া ব্যবহার করতে হবে।
# ডিম পাড়ার সুবিধার জন্য হাঁসের ঘরের কোনে কিছুটা জায়গা করে দিতে হবে। এবং ডিম পাড়ার স্থানটি বেড়া দিয়ে দিতে হবে।

ঘরের ব্যবস্থপনা

হাঁসের ঘরের তাপমাত্রা সাধারণত ১২.৮ ডিগ্রি সেন্টিগ্রেড (৫৫ ডিগ্রি ফারেহাইট) থেকে ২৩.৯ ডিগ্রি সে. (৭৫ ডিগ্রি ফা.) পর্যন্ত উত্তম। হাঁসের খামারে হাঁস সাধারণত ৭০% আদ্রতা সহ্য করতে পারে। আদ্রতা ২০% কম হলে হাঁসের পাখনা ঝড়ে যায়। যার ফলে ডিম পাড়া কমে যাবে। তাই হাঁসের ঘরের মেঝে সব সময় শুকনো রাখা ও বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। ধানের তুষ, কাঠের গুড়া হাঁসের বিছানা হিসাবে ব্যবহার করা যেতে পারে। সূত্র: বিপি ও অন্তর্জাল।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন