হালাল পোল্ট্রি খাদ্য আমদানিতে ‍প্রস্তাব প্রেরণে স্টেকহোল্ডারদের মন্ত্রণালয়ের নির্দেশ

373

মৎস্য-ও-প্রাণিসম্পদ-মন্ত্রণালয়

মুসলিমপ্রধান দেশ থেকে হালাল পোল্ট্রি খাদ্য আমদানিতে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণে স্টেকহোল্ডারদের নির্দেশক্রমে চিঠি দেয়া হয়েছে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিখাদ্যে ঝুঁকিপূর্ণ খাদ্য উপকরণ শুকরের মাংস ও হারমিশ্রিত(প্রাণিজাত প্রোটিন এবং কনসেনট্রেট)সহ বিদেশ থেকে আমদানি বন্ধ রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে পোল্ট্রিসহ ডেইরি ও অন্যান্য প্রাণির জন্য প্রোটিনসমৃদ্ধ খাদ্য উপকরণ (ইনগ্রেডিয়েন্ট) আমদানি ও এতদসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে করণীয় নির্ধারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ৪ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার মুসলিমপ্রধান দেশসমূহ থেকে দেশীয় চাহিদার ভিত্তিতে হালাল পোল্ট্রি মিল আমদানি উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে সামগ্রিক বিষয়াদি বিবেচনা করে সুস্পষ্ট মতামতসহ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ করে চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ঝুঁকিপূর্ণ খাদ্য উপকরণ যেমন-শুকরের মাংস ও হারমিশ্রিত পোল্ট্রি খাদ্য আমদানি নিষিদ্ধ করা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন