মুরগির খামার শুরু করতে যে ৮টি বিষয় প্রথমেই মাথায় রাখবেন

496

Poultry20160719174601

অনেকে আছেন যারা কোনো কিছু করার আগে ভাবেন না। হুট করে মন চাইলো আর করে বসলেন। সেক্ষেত্রে লাভের পরিবর্তে ক্ষতিগ্রস্তই হতে হয়। আর যদি সব জেনে শুরু করেন তো সফলতা পাওয়ার সম্ভবনা অনেক বেশি। তেমনি আপনি যদি মুরগির ফার্ম শুরু করতে চান তাহলে আপনাকে যে ৮টি বিষয় নিয়ে ভাবতে হবে তা নিয়েই আজকের আলোচনা। এই ৮টি শুরুত্বপূর্ণ পরামর্শ আপনাকে একজন সফল খামারি হতে সাহায্য করবে। বিষয়গুলো হলো-

১. প্রয়োজনীয় অর্থ যোগান।

২. উপযুক্ত স্থান নির্বাচন।

৩. সঠিক প্রকল্প প্রণয়ন।

৪. সঠিক পদ্ধতিতে প্রয়োজনীয় ঘর নির্মাণ।

৫. পর্যাপ্ত ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে।

৬. বিদ্যুৎ সংযোগ ও সার্বক্ষণিক সরবারাহের ব্যবস্থা।

৭. সুষম খাদ্য প্রস্তুতের জন্য খাদ্য উপকরণসমূহ যথা সময়ে সর্বনিম্ন মূল্যে ক্রয় সংগ্রহ ও মজুদ।

৮. বাংলাদেশের কোথায় কোথায় উন্নত জাতের মুরগি ও ডিম পাওয়া যায়।

অতএব উপরের বিষয়গুলো মাথায় রেখে যদি মনে করেন হ্যাঁ যথেষ্ট প্রস্তুতি আছে তাহলে শুরু করতে পারেন। তা না হলে সময় নিন এবং সব বিষয় মাথায় রেখেই এগুতে থাকেন।