কৃষি খাতে ১৪ হাজার ৫৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

596

কৃষিশুমারি
ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে কৃষি খাতের জন্য ১৪ হাজার ৫৩ কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পেশকালে অর্থমন্ত্রী এই প্রস্তাব করেন।

এর মধ্যে পরিচালন ব্যয় ১২ হাজার ১২৩ কোটি ২ লাখ টাকা ও উন্নয়ন ব্যয় ১ হাজার ৯৩০ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

মুস্তফা কামাল বলেন, কৃষি খাতে এই বরাদ্দ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় বন্যা, খরা ও লবণাক্ত সহিষ্ণু ও পুষ্টি সমৃদ্ধ ফসলের জাত উদ্ভাবন ও বীজ উৎপাদন এবং হাইব্রিড বীজ উৎপাদনে ব্যয় করা হবে। এছাড়া কৃষকদের তালিকা প্রণয়ন এবং কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রস্তুত ও বিতরণ করা হবে।

তিনি বলেন, কৃষি আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাত। কৃষিখাতের প্রধান উপকরণসমূহ, বিশেষ করে সার বীজ, কীটনাশক ইত্যাদি আমদানিতে শুন্য শুল্ক হার অব্যাহত রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের টেকসই উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এই খাতের খাদ্য সামগ্রী ও বিভিন্ন উপকরণ আমদানিতে বিগত সময়ে প্রদত্ত রেয়াতি সুবিধা অব্যাহত রেখে নতুন উপকরণ ও যন্ত্রাপাতিতে রেয়াতি সুবিধা দেয়া হয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন