কুমিল্লায় ফল উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

298

কৃষিক-প্রশিক্ষণ001

‘ফল খাই বল পাই, আসুন ফলের গাছ লাগাই’। ‘রোপন করলে ফলের চারা, আসবে সুখের জীবন ধারা’। ফল এমন একটি খাবার যা রান্না ছাড়া সরাসরি খাওয়া হয় বিধায় পুরো পুরি পুষ্টি উপাদান গ্রহণ করা যায়। এসব পুষ্টি উপাদান মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজ মানুষ সুস্থ থাকার জন্য দৈনিক ১১৫ গ্রাম ফল খেতে হয়। কিন্তু আমাদের দেশে সীমিত উপাদনের কারণে আমরা খেকে পারছি মাত্র গড়ে ৪০-৪৫ গ্রাম।

এ লক্ষ্যে কুমিল্লা অঞ্চলে ফলের পুষ্টি উপাদানের গুরুত্ব ও ফল গাছ রোপনের গুরুত্ব সম্পর্কে অবহিত করার জন্য আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লার বাস্তবায়নে, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ প্রকল্পের অর্থায়নে, বিএআরআই’র সেমিনার কক্ষে ৩১ জুলাই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-ড. মো. হায়দার হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, কুমিল্লা।

সভাপতিত্ব করেন- ড. মো. ওবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা।

কৃষক-প্রশিখ্ষন002

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন- মো. ইকবাল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক মসলা গবেণষণা কেন্দ্র, বারি, গাজীপুর; ড. মো. মনিরুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা,বারি, বগুড়া; ড. মো. ফারুক হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, গাজীপুর; ড. মো. আলমগীর সিদ্দিকী, প্রকল্প পরিচালক, আঞ্চলিক উদ্যানত্ত্ব গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ প্রকল্প, বারি, কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- শামীমা সুলতানা, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন