পাবনায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গরুর খাদ্য বিতরণ

448

গো-খাদ্য-বিতরন

এবিএম ফজলুর রহমান, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত
দুগ্ধ খামারিদের মাঝে ২৭ মেট্রিক টন গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে ভাঙ্গুড়া ব্র্যাক ডেইরি সিলিং সেন্টারে ব্র্যাকের জেলা প্রতিনিধি
আলমাছুর রহমানের সভাপতিত্বে এ গো-খাদ্য বিতরণ করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র
গোলাম হাসনাইন রাসেল।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা,
ব্র্যাকের ন্যাশনাল সেল্স ম্যানেজার ডা. শওকত আলী, রিজিওনাল ম্যানেজার ডা.
মো. মিজানুর রহমান, ভাঙ্গুড়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

মিল্ক কালেকশন এন্ড প্রডিউসার সার্ভিসের সিনিয়র ম্যানেজার নুর-এ-আলম জানান,
উপজেলার ৪২০ জন খামারিকে তাদের গবাদি পশুর খাদ্য হিসেবে প্রত্যেককে দশদিনের
ক্যাটল ফিড বিনামূল্যে দেওয়া হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন